প্রকাশিত: Mon, Apr 8, 2024 10:56 AM
আপডেট: Fri, Jul 11, 2025 11:46 PM

[১]যৌথবাহিনীর অভিযানে কেএনএফের প্রধান সমন্বয়কারী চেওসিম বম গ্রেপ্তার

বাবুল খাঁন: [২] চেওসিম বম কেএনএফের প্রধান নাথান বমের  আত্মীয়। তিনি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল খুব বমের ছেলে। রোববার বিকেলে বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ জানান, চেওসিম বম কেএনএফ নামের সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সদস্য  এবং সংগঠনের অর্থ  সংগ্রহকারী । 

[২.১] তিনি জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কিয়ার জঙ্গি নেতা শামীম মাহফুজ এবং কুকি-চিন সন্ত্রাসী সংগঠনের প্রধান নাথান লনচেও বমের  সঙ্গে ‘অর্থের বিনিময়ে অস্ত্র  প্রশিক্ষণ’ চুক্তির মূল সমন্বয়কারী। শ্যারণ পাড়ায় চেওসিম বমের বাড়িতে এসব চুক্তি সম্পাদন হয়েছিল বলে গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য আছে। 

[৩] সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথবাহিনীর চলমান অভিযানের মধ্যে  শনিবার রাতে খবর আসে কুকি-চিন সন্ত্রাসীদের অন্যতম সংগঠক এবং নেতৃস্থানীয় নেতা জিওসিন বম  নামে একজন বান্দরবান-চিম্বুক রোডে  সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ডের শ্যারণ পাড়ার বাসার ভেতরে অবস্থান করছেন। 

[৩.১] র?্যাব ও যৌথবাহিনী ওই গ্রামটি ঘিরে ফেলে। আধাঘণ্টা অপেক্ষার পর নিশ্চিত হয়ে বাড়িতে অভিযান পরিচালনা করে একটি লোহার আলমারির ভেতর থেকে চেওসিম বমকে  গ্রেপ্তার করে র?্যাব। গ্রেপ্তারের সময় আলমারিটি  বাইরে থেকে তালাবদ্ধ ছিলো। যৌথবাহিনীর অভিযান  টের পেয়ে পরিবারের সদস্যরা বাইরে থেকে তালা লাগিয়ে লুকিয়ে রাখে। তাকে গ্রেপ্তারের পর বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে দুটি এয়ার গান উদ্ধার করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব